Tags

নওগাঁ-৬ এর এমপি ইসরাফিল আলম না ফেরার দেশে।

0

সংবাদ প্রকাশ ডেস্ক: নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলম আর নেই। আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত সুলতানা ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

রাজধানীর স্কয়ার হাসপাতালে আজ সোমবার সকাল ৬:১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বেশকিছু দিন ধরে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন এই সাংসদ । এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অসুস্থতা বাড়ায় ৬ই জুলাই চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাস্থের কিছুটা উন্নতি হলে ১২ জুলাই তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

বাসায় আনার পর ১৭ই জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিন তাকে আবারো রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হলে গত ২৫ জুলাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

জাতীয় শ্রমিকলীগ নেতা ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন।

সংবাদ প্রকাশ-২৮/০৭/২০২০

Share.

About Author

Leave A Reply